স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপে সংঘর্ষ স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপে সংঘর্ষ - ajkerparibartan.com
স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপে সংঘর্ষ

3:45 pm , October 26, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষে জড়িয়েছে স্বেচ্ছাসেবক দলের দুই নেতারা অনুসারীরা। বুধবার বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপ তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় এক পক্ষ আরেক পক্ষের উপর ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া করে। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি ও যুগ্ম সাধারন সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি গ্রুপের কর্মীদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দ তাদের নিবৃত্ত করে।
পরে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, ভোলা জেলা সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, ঝালকাঠী জেলার সভাপতি শফিকুল ইসলাম লিটন, পটুয়াখালী জেলা সভাপতি মশিউর রহমান মিলন, বরগুনা জেলা সভাপতি মনিরুজ্জামান মনির, পিরোজপুর জেলার সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান শেখ প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT