3:01 pm , October 25, 2022
(১) সিত্রাং এর প্রভাবে প্রবল বৃষ্টিপাতে তলিয়ে যাওয়া নগরীর ২৬নং ওয়ার্ডের এক মা সন্তান কোলে নিয়ে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন। (২ ও ৩) ঝড়ে গাছ পড়ে বিধ্বস্ত ২৬নং ওয়ার্ডের দুটি বাড়ি (উপরে)। (৪) বৃষ্টিতে তলিয়ে যাওয়া নবগ্রাম রোড বটতলা বাজার ও (৫) নগরীর অক্সফোর্ড মিশন রোড।