জেলায় ৩ হাজার ১৪১ ঘর বিধ্বস্ত জেলায় ৩ হাজার ১৪১ ঘর বিধ্বস্ত - ajkerparibartan.com
জেলায় ৩ হাজার ১৪১ ঘর বিধ্বস্ত

2:59 pm , October 25, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ঘূর্নিঝড় সিত্রাং এর প্রভাবে বরিশালে ৩ হাজার ১৪১টি ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বরিশাল জেলায় সবচেয়ে বেশি  ক্ষতি হয়েছে হিজলা উপজেলায়। এ উপজেলায় দুই হাজার ২শ’ ঘর বিধ্বস্ত হয়েছে। এরপরে বাকেরগঞ্জে ১৮১টি ঘর  বিধ্বস্ত হয়েছে। এছাড়া জেলার আগৈলঝাড়া উপজেলায় ৩৫টি, গৌরনদীতে ১১৫টি, উজিরপুরে ১৫০টি, বানারীপাড়ায় ১০০ টি, বাবুগঞ্জে ১০৫ টি, মুলাদীতে ৬০ টি, বরিশাল সদর ও মহানগরে ৬০টি বিধস্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫০৮টি আংশিক ও সম্পূর্ন বিধ্বস্ত হয়েছে ৬৩৩টি ঘর।
জেলা প্রশাসক বলেন, বরিশাল জেলায় প্রায় ৯০ হাজার ৬২১ জনের মাঝে শুকনো খাবার দেয়া হয়েছে। তাদের সহায়তাও করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT