3:09 pm , October 23, 2022
স্টাফ রিপোর্টার ॥ আজ ২৪ অক্টোবর। ২০২০ সালের এই দিনে বরিশাল প্রতিদিন পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ফাহিম ফিরোজের পিতা মরহুম মোঃ রেজ্জেক হাওলাদার ও ফুফু মোসামৎ জাহানারা বেগম এক সাথে মৃত্যুবরণ করেন। আজ তাদের দ্বিতীয় মৃত্যু বাষির্কী। তাদের মৃত্যু বাষির্কী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে স্বজনরা। উল্লেখ্য ২০২০ সালের ২৪ অক্টোবর ভাই মোঃ রেজ্জেক হাওলাদারের মৃত্যুর খবর শুনে সাথে সাথেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেন বোন জাহানারা বেগম। মরহুমদের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের স্বজনরা।