3:30 pm , October 21, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষপূর্তি অনুষ্ঠানের মূখ্য আলোচনায় বরিশাল সরকারি বিএম কলেজের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আ. খা. মো. আবদুর রব বলেছেন, ‘বিদ্রোহী’ কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের বিস্ময়কর প্রতিভার অনন্য উদাহরণ হিসেবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষের মনের মণিকোঠায় অম্লান হয়ে থাকবে। এই কবিতায় তিনি শোষক ও অন্যায়ের বিরুদ্ধে যে হুংকার দিয়ে মজলুমের মনের কথার প্রতিধ্বনি করেছেন- তা যেন সকল মানুষেরই মনের কথা।
মানবতার পক্ষে এমন সাহসী উচ্চারণ বাংলা সাহিত্যে আর কেউ করতে পারেননি। কবিতাটি পাঠ করলে বোঝা যায়- নজরুলের অবারিত পান্ডিত্যের কথা।
শুক্রবার বরিশাল সংস্কৃতিকেন্দ্র আয়োজিত অনুষ্ঠানের মূখ্য আলোচক ও প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আ.খা.মো. আবদুর রব এসব কথা বলেন। এসময় তিনি- বিশ^ সাহিত্যে ‘বিদ্রোহী’ কবিতার অনন্য অবদান নান্দনিকভাবে বিশ্লেষণ করেন।
নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষকে ঘিরে সারাদেশে বছরব্যাপী যেসব কাজ হয়েছে তা গণমানুষের কাছে পৌঁছে দেয়ার আহবান জানান বক্তারা।
বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহসভাপতি মো. আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘মুক্তবুলি’ ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক আযাদ আলাউদ্দীন।
বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহকারি পরিচালক সাঈদ মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক তৈয়বুর রহমান আজাদ, বিশিষ্ট লেখক ও গবেষক মাহমুদ ইউসুফ, সৈয়দ ওয়ালিদুর রহমান প্রমুখ।