আজ বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আজ বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
আজ বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

3:27 pm , October 20, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ আজ শুক্রবার দুই দিনের সফরে বরিশালে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি। আজ থেকে ২৩ অক্টোবর রোববার পর্যন্ত বরিশাল জেলা সফর করবেন তিনি।  প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব)এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ৮টা ৫৫ মিনিটে বরিশাল বিমান বন্দর এসে পৌঁছাবেন। এরপর তিনি বান্দরোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজে স্থানীয়ভাবে আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। শনিবার তিনি বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। রোববার স্থানীয় ভাবে আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT