বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন - ajkerparibartan.com
বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

3:07 pm , October 18, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী (শেখ রাসেল দিবস) উদযাপন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে মডেল স্কুল এন্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধানরা পুষ্প অর্পণ করেন।
জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি একেএম ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সঞ্জয় কুমার কুন্ড, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি শাহ সাজেদা বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, শেখ রাসেল একটি চেতনা ও প্রেরণার নাম। এই প্রেরণার উৎস আজকের শিশুরা। ১৯৭৫ সালে ঘাতকরা বাঙ্গালির স্বত্তাকে মুছে দিতে চেয়েছিল। তারা শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন পৈশাচিক ঘটনা নেই ১০ বছরের একটি শিশুকে এমনভাবে হত্যা করে। উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে  তিনি আরোও বলেন, আজকের শিশুদেরকে জাতির জনকের ও শেখ রাসেলের আদর্শের কথা বলতে হবে।
আলোচনা সভার পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান, আলোচনা সভা এবং শেখ রাসেলকে নিয়ে সংগীত পরিবেশন করা হয়।
১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে শিশু রাসেলকেও হত্যা করে। তখন রাসেল চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। সরকার গত বছর থেকে শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
এদিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়রসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT