স্বরুপকাঠিতে স্বপন ও জেসমিন নির্বাচিত স্বরুপকাঠিতে স্বপন ও জেসমিন নির্বাচিত - ajkerparibartan.com
স্বরুপকাঠিতে স্বপন ও জেসমিন নির্বাচিত

3:26 pm , October 17, 2022

স্ব^রূপকাঠি প্রতিবেদক ॥ পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মত ২নম্বর ওয়ার্ডে (স্বরূপকাঠি উপজেলা) সাধারণ সদস্য পদে মো. জাকারিয়া খান স্বপন নির্বাচিত হয়েছেন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে মো. জাকারিয়া খান স্বপন (তালা) ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  মো. সেলিম হোসেন(টিউবওয়েল) পেয়েছেন ৩০ ভোট। সকাল  ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৬ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রদান করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে জেলা পরিষদের সংরক্ষিত সদস্য পদে ১ (স্বরূপকাঠি-নাজিরপুর) এ জেসমিন আক্তার  (হরিণ) ১৩৪ ভোট পেয়ে বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তুলি মন্ডল  (টেবিল ঘড়ি)  ১০৮ ভোট পেয়েছেন। উল্লেখ্য,সাধারণ সদস্য পদে ৩ জন এবং সংরক্ষিত নারী আসনে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT