3:36 pm , October 15, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের ঐতিহ্যবাহী শ্মশান দিপালী উৎসব আগামী ২৩ অক্টোবর কাউনিয়া মহা শ্মশানে অনুষ্ঠিত হবে। পরদিন ২৪ অক্টোবর কালীপূজা। উপমহাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীন প্রায় দুইশত বছর ধরে কাউনিয়া শ্মশানে ও আদি শ্মশানে দিপালী উৎসবে লাখো মানুষের সমাগম ঘটে থাকে। বরিশাল শ্মশানে প্রায় ৭০ হাজার কাঁচা-পাকা সমাধি রয়েছে। এখানে প্রায় ৬ একর জমির উপর সমাধি স্থলে প্রতি বছর ভূত চতুর্দশীর লগ্নে দিপালী উৎসব হয়ে আসছে।
প্রতি বছরের ন্যায় এবছরেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত শুক্রবার শ্মশান রক্ষা কমিটির সাধারণ সভায় প্রস্তুতির কথা জানানো হয়। কমিটির সভাপতি মানিক মুখার্জি কুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক তমাল মালাকার, এ্যাড. দীলিপ কুমার ঘোষ, মৃণাল কান্তি সাহা, অমর কুমার পুশিলাল, চঞ্চল দাস পাপ্পা, সঞ্জয় চক্রবর্তী, বিশ^জিৎ ঘোষ বিশু, জয়ন্ত দাস, সাংবাদিক গোপাল সরকার, অপর্ণা খা সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তমাল মালাকার, বক্তারা রিপোর্টটি অত্যন্ত সুন্দর হয়েছে বলে মতামত ব্যক্ত করেন।
শ্মশান দিপালী উৎসবে ২৩ অক্টোবর গোধূলী লগ্নে সমাধীতে মৃত ব্যক্তির স্বজনরা মোমবাতি প্রজ্জলন, হারানো স্বজনের প্রিয় খাবার সাজিয়ে রাখেন। সন্ধ্যায় এক অন্যরকম পরিবেশে সৃষ্টি হয়। সবাই সমাধি প্রাঙ্গণে দাঁড়িয়ে হারানো স্বজনের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করে থাকে স্বয়ং ঈশ^রের কাছে। বরিশাল শ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি কুডু ও সাধারণ সম্পাদক তমাল মালাকার জানান, দিপালী উৎসবকে সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে করার লক্ষ্যে ইতিমধ্যেই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ, বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন, র্যাব-৮, পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে। পুরো শ্মশান জুড়ে বিদ্যুতের ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। সমাধিগুলোতে রং এর কাজ ও সংস্কার করা হচ্ছে। পুরো শ্মশান এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। সমাধি স্থলে আসা স্বজনদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবারের সাধারণ সভায় তিন প্রস্তাব পাশ করা হয়েছে। এগুলো হচ্ছে- শ্মশানে শবদাহ করার জন্য ১৭শ টাকার পরিবর্তে ২ হাজার টাকা, সমাধি করার জন্য পচিশ শ টাকার পরিবর্তে এখন ৩ হাজার টাকা এবং শবদাহ করার জন্য শ্মশান কমিটিকে এখন ২১শ টাকা দিতে হবে।