2:54 pm , October 14, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার রাকিব সরদার (১৬) নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ। নিহত রাকিব গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহষ্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ড থেকে বরিশালগামী যাত্রিবাহী লোকাল বাস শাওন-সাগর আগৈলঝাড়ার ফুল্লশ্রী বাইপাস এলাকায় পৌঁছলে ঢাকা থেকে পয়সারহাটগামী বেপরোয়া গতির যাত্রিবাহী গোল্ডেন লাইন পরিবহনকে সাইড দিতে গিয়ে পাশের জমিতে পতিত হয়।এতে লোকাল বাসের অন্তত ১০জন যাত্রী আহত হয়। আগৈলঝাড়া থানার উপপরিদর্শক শফিউদ্দিন জানান, সকালে দুর্ঘটনা কবলিত বরিশালগামী লোকাল বাসটি বৃহস্পতিবার রাত একটার দিকে জমি থেকে টেনে উদ্ধার করা হয়েছে। গাড়িটি উদ্ধারের পরে গাড়ির নীচে চাপা পড়া ওই গাড়ির হেলপার মো. রাকিব সরদারের (১৬) মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিবের সুরতহাল রিপোর্ট তৈরী করে শুক্রবার সকালে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।