বাবুগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন বাবুগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন - ajkerparibartan.com
বাবুগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

3:02 pm , October 13, 2022

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাবুগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয় নিয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  সকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে এ আলোচনা সভা হয়। ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, বাবুগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আঃ মান্নান মাস্টার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আঃ মালেক মিয়া প্রমূখ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT