3:02 pm , October 13, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী ৫ নভেম্বর নগরীতে বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে মহানগর বিএনপির নেতৃবৃন্দ আলোচনা সভা করেছেন। বুধবার রাতে নগরীর সদর রোড দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান ফারুক। সঞ্চালনা করেন সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ। বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, হাবিবুর রহমান টিপু, এ্যাড. শাহ আমিনুল ইসলাম আমিন, সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আব্দুল হালিম মৃধা, এ্যাড. আবুল কালাম আজাদ,এ্যাড, হুমাউন কবির মাসুদ, এ্যাড. আজাদ হোসাইন প্রমুখ। সভায় বক্তারা বলেন, একটি কুচক্রি মহল সরকারের সাথে অ্াতাত করে গণ সমাবেশ বানচাল করার ষড়যন্ত্র শুরু করেছে। এই কুচক্রি মহল অসাংগঠনিক কর্মকান্ড শুরু করেছে। এ কর্মকান্ডের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে মহানগর বিএনপিকে শক্তিশালী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে এগিয়ে আসার আহবান জানানো হয় সভায়।