3:33 pm , October 12, 2022
পরিবর্তন ডেস্ক ॥ সমাবেশ এবং র্যালীর মধ্য দিয়ে বরিশালে শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের সোহেল চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশ অতিথি ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাবু এবং শ্রম বিষয়ক সম্পাদক কাওছার হোসেন শিপন প্রমুখ।সমবেশ শেষে দলীয় কার্যালয় চত্তর থেকে একটি বিশাল বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফের দলীয় কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়।