2:56 pm , October 11, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষনে কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়েছে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার বিকাল ৪ টায় নগরীর ডিসি ঘাট থেকে অভিযান করে তারা। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক বরিশাল বিভাগ আনিসুর রহমান তালুকদার, র্যাব-৮ এর ক্যাপ্টেন আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রফিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস প্রমুখ। শুরুতে বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং অভিযানের উদ্বোধন করেন। পরে অতিথিরা নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেন।