3:16 pm , October 10, 2022
পরিবর্তন ডেস্ক ॥ জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই বিভাগীয় সমাবেশ সফল করতে রোববার নগরীর সদর রোডের একটি হোটেলের মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এই সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বরিশাল বিভাগের ৮টি সাংগঠনিক ইউনিটের নেতারা অংশ নেন।সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, বিএনপির লাগাতার আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের জন্য সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের অভিন্ন আন্দোলন শুরু হয়েছে। প্রশাসন নিরপেক্ষ থাকলে মাঠ বিএনপির দখলেই থাকবে।তারা আরও বলেন, দেশের কতিপয় সুবিধাভোগী চক্র ছাড়া সাধারণ জনগণ এই সরকারের পাশে নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতিতে দেশ আজ দেউলিয়া অবস্থায় পৌঁছেছে।সভায় বক্তারা বলেন, ২০১৪ সালের ভোট ডাকাতি ও ২০১৮ সালের রাতের ভোট আর চলবে না। ২০২২ সালেই শেখ হাসিনার পতন হবে। আমরা এই সরকারের পতন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়ব। বিএনপির ডাকে দেশের মানুষ রাজপথে নেমেছে। এই গণজাগরণকে গুলি চালিয়ে, নির্যাতন, হত্যাযজ্ঞ চালিয়ে দমন করা যাবে না।এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়া কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, আইনজীবী জয়নুল আবেদীন, কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান জহির উদ্দীন স্বপন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য এবিএম মোশারফ হোসেন, নজরুল ইসলাম মোল্লা, মেজবাহ উদ্দীন ফরহাদ ও আবুল হোসেন খান প্রমুখ।