3:09 pm , October 8, 2022
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাথি মেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে কাঠমিস্ত্রীর বিরুদ্ধে। নিহতের স্বজন ও স্থানীয় বিকাশ মুন্সী জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামে রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে উপজেলার ছোট বাশাইল গ্রামের রুপচাঁদ মুন্সীর ছেলে সুভাষ মুন্সীর (৫০) সাথে পশ্চিম গোয়াইল গ্রামের সুনীল হালদারের ছেলে কাঠমিস্ত্রী জয়ন্ত হালদার (৩০)’র কথাকাটাকাটি হয়। এক পর্যায় জয়ন্ত হালদার সুভাষ মুন্সীর তলপেটে লাথি মারে। লাথি মারার পরই সুভাষ বমি করে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ সজীব সুভাষ মুন্সীকে মৃত ঘোষনা করেন। বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতেই গৌরনদী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত গোলাম ছরোয়ার, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, হাসপাতালের মাধ্যমে বিষয়টি জানতে পেরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গতকাল শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত এঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ অথবা ময়নাতদন্তের রিপোর্টের পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।