কাউন্সিলর মোশারেফ আলী খান বাদশার ইন্তেকাল কাউন্সিলর মোশারেফ আলী খান বাদশার ইন্তেকাল - ajkerparibartan.com
কাউন্সিলর মোশারেফ আলী খান বাদশার ইন্তেকাল

3:05 pm , October 8, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারেফ আলী খান বাদশা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টায় আমেরিকার ঔবরিংয গবফরপধষ ঈবহঃবৎ এ শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মুমূর্ষু অবস্থায় ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন মোশারেফ আলী খান বাদশা। বাংলাদেশ সময় বিকেল ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  মোশারেফ আলী খান বাদশা ১৯৯৫ সালে ১ বার পৌর কমিশনার ও ৩ বার সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার স্ত্রীও রুবিনা আক্তার একবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী ৪ ছেলে ও ৩ মেয়েসহ ভাই-বোন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদশার ভাইয়ের ছেলে রিয়াজ খান জানান, মরহুমের মরদেহ বরিশালে আনা হবে। তার যাবতীয় প্রক্রিয়া পরিবার থেকে শুরু হয়েছে। বাংলাদেশে ফেরার দিনক্ষনচূড়ান্ত হওয়ার পর জানাজা ও দাফনের সময় পরিবার থেকে জানানো হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT