3:31 pm , October 4, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মহানগর বিএনপিকে ঢেলে সাজানোর কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো ওয়ার্ডে আহবায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় টিম গঠনের মাধ্যমে এসব কমিটি গঠন করায় ত্যাগীরা অনেকটাই মূল্যায়িত হয়েছেন। ২/১টি কমিটি গঠন নিয়ে অভিযোগ অনুযোগ থাকলেও অধিকাংশ কমিটি গঠনে ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। গেলো সোমবার রাতে ২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ ৬টি ইউনিট কমিটি ঘোষনা করা হয়েছে। ২৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক করা হয়েছে নওশাদ আহমেদ নান্টুকে এবং সদস্য সচিব হয়েছেন সাবেক ছাত্রনেতা রিয়াজুর রহমান রিয়াজ। নওশাদ আহমেদ নান্টু এর পূর্বে বিএনপি ও যুবদলের গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। জাগুয়া ইউনিয়ন যুবদলের সম্পাদক থেকে শুরু করে থানা যুবদলের সম্পাদক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ২৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন। সদস্য সচিব রিয়াজুর রহমান রিয়াজ একজন ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা। সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রয়েছে সাবেক এই ছাত্র নেতার। রিয়াজ ১৯৯৬ সালে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য ছিলেন। এরপর ২০০৩ সালে গঠিত মহানগর ছাত্রদলের কমিটিতে সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসেব দায়িত্ব পালন করেছেন। সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে সরব উপস্থিতি ছিলো রিয়াজুর রহমান রিয়াজের। আন্দোলন করতে গিয়ে অনেক হামলা মামলার শিকার হয়েছেন তিনি। ২৫ নং ওয়ার্ডে আহবায়ক করা হয়েছে নুরুজ্জামান দোলনকে। তিনি মহানগর যুবদলের সহ-সভাপতি ছিলেন। এছাড়া ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদে দীর্ঘ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ওয়ার্ড বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন। সদস্য সচিব করা হয়েছে নুরে আলম খানকে। তিনিও দলের ত্যাগী নেতা। তিনি জেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এদের দু,জনেরই দলে অনেক ত্যাগ রয়েছে। নগরীর ১৫ নং ওয়ার্ডে মোঃ কাজী গোলাম হায়দার (মামুন)কে আহবায়ক ও খালেদুল ইসলামকে (ইমন)সদস্য সচিব, ২২ নং ওয়ার্ডে মোঃ সাঈদকে আহবায়ক ও মো. মুজিবুর রহমানকে সদস্য সচিব, ২৩নং ওয়ার্ডে মোঃ সাজ্জাদ হোসেনকে আহবায়ক ও মোঃ কামাল হাওলাদারকে সদস্য সচিব, ২৭ নং ওয়ার্ডে মোঃ নাসির উদ্দিন কে আহবায়ক এবং মোঃ আরিফুর রহমান স্বপনকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়। এ পর্যন্ত মোট ১৪টি ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন।