পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত - ajkerparibartan.com
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

2:41 pm , October 2, 2022

পাথরঘাটা প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটায় এসএসসি পরীক্ষা শেষে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাঈম (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত নয়টার দিকে পাথরঘাটা-কাকচিড়া সড়কের সোনালী বাজার এলাকার এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠালে রাত বারোটার দিকে মঠবাড়িয়া এলাকায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। নাঈম পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান বাচ্চু মিয়ার ছেলে এবং পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একাডেমী থেকে সদ্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার নাঈমের এসএসসি পরীক্ষা শেষ হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিকেলে বাসা থেকে ওর বাবার গাড়ি নিয়ে বের হয়ে কালমেঘা এলাকায় ঘুরতে যায়। সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে পাথরঘাটা বাজারে ফেরার পথে সোনালী বাজার এলাকার বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখী ধাক্কা লাগলে সড়কের পাশে পরে থাকে নাঈম। এসময় অটোরিকশা চালক পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ফায়ার সার্ভিসের সদস্য কামাল হোসেন জানান, তিনি ছুটিতে বাড়িতে আসার সময় নাঈমকে সড়কে পরে থাকতে দেখে পাথরঘাটা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে তারা এসে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পাথরঘাটা ফায়ার সার্ভিসের পাথরঘাটা টিম লিডার মো. সিদ্দিকুর রহমান জানান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার সময় মঠবাড়িয়া এলাকায় তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে পারিবারিক ভাবে দাফন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT