আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই- আমু এমপি আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই- আমু এমপি - ajkerparibartan.com
আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই- আমু এমপি

3:05 pm , October 1, 2022

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এবং শেখ হাসিনা সরকারের অধীনে। আজকে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যদি তারা নির্বাচনে অংশ গ্রহণ না করে রাজনীতিতে বিগত দিনের মত উচ্ছেদ হয়ে যাবে । শনিবার সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আওয়ামী মৎসজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন। বিএনপি জোটকে উদ্দেশ্য করে আমির হোসেন আমু এমপি আরও বলেন, আগামীতে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার কারণেই  তারা নির্বাচনে অংশ গ্রহণ করবে। জনগণের কাছে যদি থাকতে হয় তবে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য  এ নেতা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলোর নেতাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: মাহে আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, আওয়ামী মৎসজীবিলীগ কেন্দ্রীয় সভাপতি  মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাদারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্করসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে শনিবার ঝালকাঠি জেলা আওয়ামী মৎসজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের কথা থাকলেও প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসেন আমু আজকের সম্মেলন স্থগিত করে আগামী ১ মাস পরে যথাযত প্রক্রিয়ার মাধ্যমে সম্মেলন আয়োজনের পরামর্শ দেন। ফলে জেলা মৎসজীবী লীগের সম্মেলন অনুষ্ঠানে অংশ গ্রহনকারী কয়েকশত নেতাকর্মী সভায় নতুন কমিটির ঘোষনা ছাড়াই ফিরে যান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT