এক মাসের মধ্যে নগরীর ৭ খাল খননের নির্দেশ পানিসম্পদ প্রতিমন্ত্রীর এক মাসের মধ্যে নগরীর ৭ খাল খননের নির্দেশ পানিসম্পদ প্রতিমন্ত্রীর - ajkerparibartan.com
এক মাসের মধ্যে নগরীর ৭ খাল খননের নির্দেশ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

3:22 pm , September 29, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর জলাবদ্ধতা নিরসনে আগামী এক মাসের মধ্যে নগরীর ৭ খাল খননের নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। বৃহস্পতিবার বিশ্ব নদী দিবস উদযাপনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, দখল ও দূষণ এবং পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে নদী হত্যা করা হচ্ছে। সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নদীর প্রাণ ফেরাতে হবে। বরিশালের জলাবদ্ধতা নিরসনের জন্য আগামী একমাসের মধ্যে ৭ খাল খননের কার্যক্রম শুরু করে দেয়ার নির্দেশ দেন তিনি। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র ও সুরক্ষার উদ্যোগে বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, আগুনে পুড়লেও ঠিকানা থাকে, কিন্তু নদী ভাঙ্গনের কবলে পড়লে ঠিকানা হারাতে হয়। তাই নদী ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ দুর্দশার কথা প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন। তাইতো প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘর দিয়ে ঠিকানাবিহীন অনেক মানুষদেরকে একটি ঠিকানা করে দিয়েছেন। এ জন্য বরিশাল বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঁইয়া, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. ইকবাল হোসাইন প্রমুখ। এএলআরডি,বেলা,বাপা ও বিশ্ব নদী দিবস উদযাপন এর সম্মিলিত উদ্যোগ আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেনী পেশার সচেতন নাগরিকরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT