বানারীপাড়ায় একটি ব্রীজের বেহাল দশা বানারীপাড়ায় একটি ব্রীজের বেহাল দশা - ajkerparibartan.com
বানারীপাড়ায় একটি ব্রীজের বেহাল দশা

3:42 pm , September 28, 2022

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ॥ বানারীপাড়া উপজেলার শের-ই- বাংলা একে ফজলুল হকের পৈত্রিক বাড়ি চাখার বাজারের মধ্যের ব্রীজটির বেহাল দশায় চলাচলে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে। ব্রীজটি বর্তমানে বাশের সাঁকো দিয়ে বিপদজনক অবস্থায় চলাচল করছে মানুষ। দীর্ঘদিন ধরে পুরনো ব্রীজটি নির্মাণের জন্য ভেঙ্গে ফেলা হয়েছে। নতুন ব্রীজ নির্মাণের জন্য প্রায় দুই কোটি টাকা বরাদ্দ হয়। প্রায় এক বছরেও সংশ্লিষ্ট ঠিকাদার ব্রীজের কাজ শুরু  করেনি।  ব্রীজ সংলগ্ন একাধিক ব্যবসায়ী এবং ভুক্তভোগীরা অভিযোগ করেন, কাজের ভাগ বাটোয়ারায় দর কষাকষিতে ব্রীজটি বেহাল অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এ ব্রীজটি না হওয়ায় চাখার দশ শয্যার হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা নিতে সমস্যা হচ্ছে। এছাড়া  এখানে রয়েছে  শের-ই- বাংলার প্রতিষ্ঠিত সরকারি ফজলুল হক কলেজ, শের-ই-বাংলা স্মতি জাদুঘর, মাধ্যমিক বালক ও বালিকা বিদ্যালয় এবং একটি মাদ্রাসা। সাব-রেজিষ্ট্রি অফিসে যাতায়াতে জনগনের বাশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হয়। বানারীপাড়া উপজেলা এবং বরিশাল জেলা শহরের যোগাযোগের গুরুত্বপূর্ণ ব্রীজটির কাজ শুরু  করার জন্য এলাকাবাসী দাবী জানিয়েছেন। এ ব্যাপারে চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম টুকু  বলেন, ঠিকাদারের সাথে স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।  উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর জানান, বর্তমানে খালে পানি থাকায় ফাউন্ডেশনের কাজ করতে দেরী হচ্ছে। পানি কমলেই কাজ শুরু হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT