3:38 pm , September 28, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দেখে বিশ্বের অন্যান্য দেশ শিখছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। বুধবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সম্প্রীতি সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জাতির জনকের প্রতি এবং মুক্তিযুদ্ধ ও ৭৫ এর আগষ্টে নির্মম হত্যাযজ্ঞের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও প্রধানমন্ত্রীর জন্মদিনে অভিনন্দন জানিয়ে বলেন, সকল ধর্মের মানুষ একহয়ে যুদ্ধ করেছি বলেই স্বাধীন দেশ পেয়েছি। জাতিগতভাবে আমরা সবাই এক বাংলাদেশী। কিছু স্বার্থান্বেষী লোক থাকে। যারা রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থের কারণে ধর্মের ব্যবহার করে। এরা রাজনৈতিক ফায়দা লোটার জন্যই বিভিন্ন কৌশলে আমাদের সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে।
জাহিদ ফারুক চ্যালেঞ্জ করে বলেন, বাংলাদেশের সামাজিক সম্প্রীতি বিশ্বের যেকোনো দেশের চেয়ে ভালো। অনেক ভালো।
বরিশাল সদর ও মহানগরে ৭০টি পূজাম-প রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই পূজাম-পে আমরা যতটুকু সম্ভব অনুদান দিয়েছি। আমার ব্যক্তিগত তহবিল থেকেও কিছু দিয়েছি। তবে তা হয়তো যথেষ্ট নয়। কিন্তু আমার কোনো উপরি আয় নেই। আমি মনে প্রাণে একজন সৎ মানুষ। কোনোরকম ব্যবসা বাণিজ্য আমার নেই। তাই ইচ্ছে থাকলে যথেষ্ট অর্থ সাহায্য আমি দিতে পারিনি। সেজন্য ক্ষমা করবেন। এই সম্প্রীতি, পরষ্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমরা সবসময় ধরে রাখবো ইনশাআল্লাহ।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে এ সময় আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, সচেতন নাগরিক কমিটির সভাপতি শাহ সাজেদা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার। অনুষ্ঠানে কবি নজরুলের মানুষ কবিতাটি আবৃত্তি করে চমকে দেন আবৃত্তি শিল্পী বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
দুপুর ১২ টায় প্রতিমন্ত্রী বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে মহানগর এবং সদর উপজেলার ৭০ টি পূজা ম-পে সরকারি অনুদান বিতরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বিসিবি পরিচালক আলমগীর খান আলোসহ জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিটি ম-পে সরকারি অনুদান বাবদ ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির ব্যক্তিগত তহবিল থেকে ৭০টি ম-পের প্রতিটিতে ৫ হাজার টাকা করে সাড়ে ৩ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।