একাধিক মামলার আসামী বিতর্কিত মোল্লা শাওন জেলহাজতে একাধিক মামলার আসামী বিতর্কিত মোল্লা শাওন জেলহাজতে - ajkerparibartan.com
একাধিক মামলার আসামী বিতর্কিত মোল্লা শাওন জেলহাজতে

3:39 pm , September 26, 2022

ঝালকাঠি প্রতিবেদক ॥ একাধিক মামলার আসামী ঝালকাঠির বিতর্কিত শাওন মোল্লা ওরফে মোল্লা শাওনকে জেলহাজতে প্রেরণ করেছে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালত। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন সাংবাদিকদের নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার স্বল্পসেনা গ্রামের সৈয়দ আলাউদ্দিনের পুত্র সৈয়দ রুবেল গেলো বছরের ২২ নভেম্বর বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। মামলার আসামী হলেন : ঝালকাঠি সদর উপজেলার গাবখান গ্রামের (বর্তমান ঠিকানা ঝালকাঠি কলেজ মোড়, বিশ্বরোড, ইয়ার মার্কেটের পশ্চিম পাশে রাস্তার বিপরীত দিকে মিলন ডাকুয়া মেম্বারের ভাড়াটিয়া) ইসমাইল মোল্লার পুত্র শাওন মোল্লা ওরফে মোল্লা শাওন। অভিযোগে উল্লেখ করা হয় আসামী মোল্লা শাওন তার নিজ নামের ফেসবুক আইডি দিয়ে বাদীর বিরুদ্ধে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে বাদীকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করে। এছাড়াও স্থানীয় একটি পত্রিকায় মনগড়া, বানোয়াট তথ্য দিয়ে লেখা পোষ্ট করে। এ বিষয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি মো: ইশতিহাক আহম্মেদ রুবেল জানান, “আসামী মোল্লা শাওন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।” আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন সাংবাদিকদের জানান, “ রোবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামী মোল্লা শাওন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT