ঝালকাঠিতে গাঁজাসহ আটক ১ ঝালকাঠিতে গাঁজাসহ আটক ১ - ajkerparibartan.com
ঝালকাঠিতে গাঁজাসহ আটক ১

3:22 pm , September 24, 2022

ঝালকাঠি প্রতিবেদক ॥ নলছিটি উপজেলার ভৈরবপাশা বটতলা সংলগ্ন সুজন চন্দ্র হালদারের মুদির দোকানের উত্তর পাশে পাকা রাস্তার উপরে ক্রয় বিক্রয়ের সময় ১০০ গ্রাম গাঁজাসহ যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভৈরবপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছোট প্রেমহার গ্রামের মো: বাহাদুর হাওলাদারের পুত্র মো: রাব্বি হাওলাদার (২১)কে ঘটনাস্থল থেকে ওই গাঁজাসহ আটক করা হয়। এসময় ২নং আসামী ভৈরবপাশা বাজারের সেকান্দার মৃধা ওরফে কালু মৃধার পুত্র রিফাত মৃধা(২২) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। মামলা সুত্রে জানা যায়, ঝালকাঠির ওসি ডিবি ওবায়দুল হক চৌধুরীর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই সুবর্ণ চন্দ্র দে ও এএসআই মো: শওকতসহ সঙ্গীয় ফোর্সসহ নলছিটি থানা এলাকায় অবৈধ মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে নলছিটি থানাধীন ১নং ভৈরবপাশা ইউনিয়নের ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ ১ যুবককে আটক করা হয় এবং অন্য আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT