লালমোহনে মানসিক রোগীকে সেবা করার লোক পাচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ লালমোহনে মানসিক রোগীকে সেবা করার লোক পাচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ - ajkerparibartan.com
লালমোহনে মানসিক রোগীকে সেবা করার লোক পাচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ

2:56 pm , September 23, 2022

মো. জসিম জনি, লালমোহন ॥ লালমোহন হাসপাতালে পড়ে থাকা একজন মানসিক ভারসাম্যহীন অসুস্থ মহিলাকে সেবা করার জন্য দৈনিক ৫০০ টাকা দিয়ে লোক পাচ্ছেন না ডাক্তার। অসুস্থ ওই মহিলার মলমূত্রে হাসপাতাল নোংরা হচ্ছে। অন্য রোগীদের অসুবিধা হচ্ছে। হাসপাতালের একজন ক্লিনার একদিন মলমূত্র পরিস্কার করে নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য কোন ক্লিনার বা স্টাফ আর এগিয়ে আসছে না। এ অবস্থায় ওই রোগীকে নিয়ে বিপাকে পড়েছে চিকিৎসকরা। শেষ পর্যন্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মহসিন খান দৈনিক ৫০০ টাকা দিবেন বলে একজন লোক খুজছেন। এরপরও কেউ সারা দেয়নি। ডা. মহসিন খান জানান, সপ্তাহ খানেক আগে এই মানসিক অসুস্থ মহিলাকে রাস্তা থেকে তুলে এনে ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে যায়। তার পরিচয় জানা যায়নি। হাসপাতাল থেকে তার খাবারের ব্যবস্থা হচ্ছে। রান্নাঘরের একজন বয়স্ক স্টাফকে খাইয়ে দিতে বলেছি। পায়খানা করে মেঝেতে নোংরা অবস্থায় থাকলে একজন ক্লিনারকে দিয়ে গোসল করিয়েছিলাম। সেই ক্লিনার সেদিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর ওয়ার্ড বয়কে বললাম, উনার সেবা করার জন্য একজন লোক সংগ্রহ করতে, প্রতিদিন ৫০০ টাকা দিবো। খুঁজে এসে বললো, কেউ রাজি হচ্ছে না। এখন স্টাফরা কেউ উনার কাছে যেতে চাচ্ছে না, টাকা দিয়েও রাজি করাতে পারছি না। ডা. মহসিন খান আরো জানান, দেশে সরকারী এতিমখানা আছে। মানসিক অসুস্থ মানুষদের জন্যও প্রতি জেলায় একটা সরকারী প্রতিষ্ঠান থাকা উচিত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT