3:46 pm , September 22, 2022
পরিবর্তন ডেস্ক ॥ আগৈলঝাড়ায় অপহৃত দশম শ্রেনীর ছাত্রীকে গত নয় দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ১৩ সেপ্টেম্বর ওই ছাত্রীকে (১৫) অপহরন করা হয়। সে উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের চুন্নু মৃধার মেয়ে ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। মেয়ে অপহরনের ঘটনায় রাতে নিরব ফকিরসহ ৪ জনের নামে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন বাবা চুন্নু মৃধা। মামলার অন্য আসামীরা হলো : সাকিব ঘরামী (১৯), অপহরনকারী নিরবের বাবা মো. মহিউদ্দিন ফকির (৪৫) ও মা মুক্তা বেগম (৩৫)।
মামলা সূত্রে জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিভিন্ন ধরণের কুপ্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিলো নিরব ফকির। বিষয়টি তার পরিবারকে জানালে নিরবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা। এক পর্যায়ে ছাত্রী ১৩ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হলে নিরবসহ দুই তিনজন সহযোগীদের নিয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে। বিষয়টি নিরব ফকিরের পরিবারকে জানালে তারা বিভিন্নভাবে ওই মেয়ের পরিবারকে হুমকি-ধামকি দেয়। এদিকে ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও এখনো ওই স্কুলছাত্রীকে উদ্ধার বা আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল বলেন, স্কুলছাত্রী অপহনের অভিযোগে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার ও অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।