বিএমপির দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান বিএমপির দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান - ajkerparibartan.com
বিএমপির দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

3:21 pm , September 19, 2022

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) শেখ মো. সেলিম ও সহকারী কমিশনার (কাউনিয়া) মো. রবিউল ইসলাম শামীমের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। এ সময় কমিশনার বিদায়ী দুই কর্মকর্তার চাকুরী জীবনের সমৃদ্ধি এবং পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করেন।অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মো. আলী আশরাফ ভূঁঞা, এসএম তানভীর আরাফাত ও খান মুহাম্মদ আবু নাসেরসহ বিএমপির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপিস্থিত ছিলেন।বিএমপির অতিরিক্ত উপ-কমিশনার শেখ মো. সেলিমকে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং রবিউল ইসলাম শামীমকে বাগেরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে বলে জানিয়েছে বিএমপির মিডিয়া সেল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT