3:23 pm , September 18, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের এক ছাত্রী ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে সুফিয়া কামাল হলের তিন তলার ছাদ থেকে ওই শিক্ষার্থী পড়ে গুরুত্বর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর।
প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু জানান, আহত ওই ছাত্রী বিবিএ প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ঝুমুর (২২)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে বসু আরও জানান, শেবাচিমে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক রোগীকে আশংকামুক্ত বলে তাকে জানিয়েছেন। তার পায়ে একটু ফ্যাকচার হয়েছে বলেন প্রক্টর। কি ভাবে ওই ছাত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন তার সঠিক কারন জানাতে পারেননি প্রক্টর।
তবে আহত ওই শিক্ষার্থীর সহপাঠীদের বরাত দিয়ে প্রক্টর আরও জানান, মোবাইলে কথা বলতে বলতে তিন তলার ছাদ থেকে পড়ে যান ওই শিক্ষার্থী। তার বাড়ী সিলেটে বলে জানা গেছে।