3:30 pm , September 17, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ এসএসসির প্রথম দিনের পরীক্ষায় বরিশার শিক্ষা বোর্ডের গলাচিপায় ১০ পরীক্ষার্থী বহিস্কারের ঘটনায় সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে ওই কেন্দ্রে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও তিন শিক্ষককে এ বছরের সকল পরীক্ষা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এ তথ্যে জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ১০ পরীক্ষার্থীকে বহিস্কার করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। একইভাবে কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ জন শিক্ষককে বহিস্কার করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু বক্কর সিদ্দিকী। কিন্তু এ তথ্যে সঠিক সময়ে বোর্ডকে অবহিত করা হয়নি। যার কারনে শিক্ষা বোর্ডের দেয়া পরিসংখ্যানে প্রথম পরীক্ষায় কোন বহিস্কার নেই। এ নিয়ে তোলপাড় হয়। তাই শিক্ষা বোর্ড থেকে গলাচিপার সংশ্লিষ্ট ম্যাজিষ্ট্রেটকে খারিজ্জমা ইছাহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বপালন থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে জেলা প্রশাসক চাইলে সে যে কোন কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন বলে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন। এছাড়া অভিযুক্ত তিন শিক্ষককে এ বছরের সকল পরীক্ষা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল ও কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত মুসুল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান।