বঙ্গবন্ধুর সোনাবাংলা গড়ার স্বপ্ন শেখ হাসিনা বাস্তবায়ন করেছে -মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর সোনাবাংলা গড়ার স্বপ্ন শেখ হাসিনা বাস্তবায়ন করেছে -মতিয়া চৌধুরী - ajkerparibartan.com
বঙ্গবন্ধুর সোনাবাংলা গড়ার স্বপ্ন শেখ হাসিনা বাস্তবায়ন করেছে -মতিয়া চৌধুরী

3:26 pm , September 17, 2022

চরফ্যাসন প্রতিবেদক ॥ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান যে স্বপ্ন নিয়ে শত্রুদের বুলেটে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন শেখ হাসিনা দেশের মানুষের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন।এদেশের কেউ গৃহহীন থাকবেনা, প্রত্যেকের ঘর থাকবে,শিক্ষায় আলোকিত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবেনা। অন্ন ব¯্র, চিকিৎসা এবং দেশের প্রত্যেক গৃহহীন মানুষ মাথা গুজাঁর ঠাই পাবে। এমন দৃঢ় প্রত্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনড়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখি সুন্দর ও সমৃদ্ধ সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। শনিবার চরফ্যাসনে বজ্রগোপাল টাউন হলে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের ৩০তম স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ন। দেশের কোন মানুষ এখন অভূক্ত নাই। গৃহহীন মানুষ মাথা গুজাঁর ঠাই পেয়েছে। দেশে এখন ফকির খুজেঁ পাওয়া যায়না। এখন মনে হয় শেখ হাসিনা প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বিএনপির সমোলচনা করে তিনি আরো বলেন, সারাদেশের আওয়ামী লীগের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। বিএনপি বোমাবাজীর রাজনীতি করে এবং মানুষ মারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি। উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনে সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।এর আগে অধ্যক্ষ নজরুল ইসলামের কবর জিয়ারত করেন বেগম মতিয়া চৌধুরী এমপি। পরে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং জ্যাকব টাওয়ার পরিদর্শন শেষে স্মরন সভায় যোগ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT