নজরুল সাংস্কৃতিক জোটের সভাপতি পাপিয়া-সম্পাদক জামাল নজরুল সাংস্কৃতিক জোটের সভাপতি পাপিয়া-সম্পাদক জামাল - ajkerparibartan.com
নজরুল সাংস্কৃতিক জোটের সভাপতি পাপিয়া-সম্পাদক জামাল

3:30 pm , September 16, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র গান, কবিতা, জীবনী চর্চা ও অনুশীলনের মাধ্যমে সাংস্কৃতিক বিকাশে গঠিত নজরুল সাংস্কৃতিক জোট, বরিশালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বরিশাল শিল্পকলা একাডেমিতে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক পাপিয়া জেসমিনকে সভাপতি ও কণ্ঠ শিল্পী শেখ নাছের জামালকে সাধারণ সম্পাদক করে এই জোটের নতুন ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ সভাপতি শুভংকর চক্রবর্তী, সুশান্ত ঘোষ, সহ সাধারণ সম্পাদক অলিউল ইসলাম লোটাস, সাংগঠনিক সম্পাদক অর্চণা বিশ্বাস, কোষাধ্যক্ষ অমিতা রায়, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক ঝুমু কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ পান্থ, দপ্তর সম্পাদক তরুণ দাস মুন্সী ও কর্মশালা ও পাঠাগার সম্পাদক পালশ ঘোষ। পাশাপাশি কার্যনির্বাহী কমিটিতে সদস্য করা হয়েছে বাসুদেব ঘোষ, গোপাল কৃষ্ণ গুহ রিপন, বিনয় ভূষন মন্ডল, দিপ্তী রানী ঘোষ, গায়েত্রী সমদ্দার, মুক্তি বালা, ওয়াহিদুজ্জামান, সঞ্জয় হালদার, নকীব আব্দুস ছালাম ও ঢাকার প্রতিনিধি দিপ্তী সমদ্দারকে। এর আগে ভারপ্রাপ্ত সভাপতি পাপিয়া জেসমিনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক গোপাল কৃষ্ণ গুহ রিপন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT