3:44 pm , September 15, 2022
হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে মেঘনা নদীতে পড়ে তিন জেলে নিখোঁজ রয়েছে। এছাড়াও আরো দুই জেলে আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে নদীর আজাদ সরকারের মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ওসি জানিয়েছেন। নিখোঁজ জেলেরা হলো- হিজলার মেমানিয়া ইউনিয়নের মেমানিয়া গ্রামের বাসিন্দা সিকিম আলী সরদারের ছেলে মোক্তার সরদার (২৫), একই গ্রামের খলিল রাঢ়ীর ছেলে আমির রাঢ়ী (৩৫) এবং বারেক সরদারের ছেলে ফরহাদ সরদার (১৮)। আহতরা হচ্ছেন : একই এলাকার আবুল সরদারের ছেলে রবিউল সরদার (১৮) ও মফিজ সরদারের ছেলে ওসমান সরদার (২৫)। নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, ভোরে পাঁচ জেলে নৌকাযোগে মেঘনা নদীতে ইলিশ শিকারে যায়। জেলেরা জাল ফেলে অপেক্ষা করছিলেন। এ সময় ইলিশে গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের বিকট শব্দে জেলেরা আত্মরক্ষার জন্য নদীতে ঝাপ দেন। তাদের মধ্যে দুই জেলে উদ্ধার হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। পরিদর্শক আরো জানান, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।