বরিশালে ৫ দিন পর সূর্যের দেখা মিললো বরিশালে ৫ দিন পর সূর্যের দেখা মিললো - ajkerparibartan.com
বরিশালে ৫ দিন পর সূর্যের দেখা মিললো

3:37 pm , September 15, 2022

বিশেষ প্রতিবেদক ॥ টানা ৫দিন পরে বৃহস্পতিবার দুপুর ১২ টা ৫৪ মিনিটে বরিশালের আকাশে রোদ ছড়িয়েছে সূর্য । বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত তেমন বৃষ্টিও হয়নি। ফলে টানা ৫ দিন পরে দক্ষিণাঞ্চলের বিপর্যস্ত জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এখনো কয়েক লাখ হেক্টরের রোপা আমন ও বেশ কিছু আমন বীজতলা এখনো প্লাবনের পানির তলায়। ফুসে ওঠা সাগর শান্ত হওয়ায় দক্ষিণাঞ্চলের সবগুলো নদ-নদীর পানিও হ্রাস পেতে শুরু করেছে। ফলে শুক্রবার সকালের মধ্যেই তা বিপদ সীমার নিচে নেমে আসবে বলে আশা করছেন পানি বিশেষজ্ঞরা। শেষ ভাদ্রের পূর্ণিমার ভরা কাটালে ভর করে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ নি¤œ চাপে পরিনত হয়ে ভারতের উড়িশ্যা উপকূলে আছড়ে পরে দুর্বল হলেও তার প্রভাবে গত শুক্রবারের পরে বরিশালসহ দক্ষিণাঞ্চলে সূর্যের দেখা মেলেনি। গত শনিবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বরিশালে প্রায় ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও এসময়ে সাগর পাড়ের খেপুপাড়াতে বৃষ্টিপাতের পরিমান ছিল প্রায় ৫শ মিলিমিটার। এমনকি গত রোববার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বরিশাল মহানগরীতে ৬৩.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে মৌসুমী বায়ু উপকূলসহ দক্ষিণাঞ্চলের স্থলভাগে মোটামুখি সক্রিয় ও এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে। ফলে দক্ষিনাঞ্চল জুড়ে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনার কথা বলছে আবহাওয়া বিভাগ। সাথে আগামী ৩দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তনের কথাও বলছে আবহাওয়া দপ্তর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT