গৌরনদীতে অন্ত.সত্ত্বা গৃহবধুর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য গৌরনদীতে অন্ত.সত্ত্বা গৃহবধুর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য - ajkerparibartan.com
গৌরনদীতে অন্ত.সত্ত্বা গৃহবধুর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য

4:03 pm , September 14, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ স্বামীর সাথে অভিমান করে দুই মাসের অন্ত.সত্ত্বা গৃহবধু সমাপ্তি বিশ্বাস (২২) বিষপান করে আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবারের দাবী যৌতুকের দাবীতে গৃহবধু সমাপ্তিকে জোরপূর্বক বিষপান করিয়ে হত্যার পর আত্মহত্যার নাটক সাঁজানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে বারটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের। এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের স্বামী অসীম সোমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশের সদস্যরা। নিহত গৃহবধুর ভাই সাগর বিশ্বাস অভিযোগ করে বলেন, গত ১১ বছর পূর্বে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের সুনীল সোমের ছেলে অসীম সোমের সাথে আমার বোন সমাপ্তির পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পরপরই বোন জামাই অসীম বিভিন্ন সময়ে যৌতুক দাবী করে আসছিলো। বোনের সুখের কথা চিন্তা করে একাধিকবার টাকা দেওয়া হয়েছে। গত দুই মাসপূর্বে পানবরজ ঠিক করার জন্য সমাপ্তির কাছে ২০ হাজার টাকা দাবী করে আসছিলো অসীম। সেই টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা দুই মাসের অন্তঃসত্ত্বা সমাপ্তিকে মারধর করে বিষপান করিয়ে হত্যা করে। অভিযোগ অস্বীকার করে নিহতের শশুর সুনীল সোম জানান, পুত্রবধু সমাপ্তি তার বাবার বাড়ি আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামে বেড়াতে গিয়েছিলো। গত কয়েকদিন যাবত আমার স্ত্রী মাধবী সোম অসুস্থ হয়ে পড়লে শাশুরীর সেবাযতœ করার জন্য পুত্রবধু সমাপ্তিকে তার বাবার বাড়ি থেকে চলে আসতে বলে স্বামী অসীম। মঙ্গলবার দুপুরে পুত্রবধু সমাপ্তি বাবার বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে। এ নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমানিল্যে হয়। এ ঘটনার জেরধরে রাতেই পরিবারের সবার অজান্তে বিষপান করে পুত্রবধু সমাপ্তি। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে শেবাচিম হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, খবরপেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী অসীমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT