প্রধানমন্ত্রীর কারণে ভোলায় আঞ্চলিক মহাসড়ক হয়েছে -এমপি শাওন প্রধানমন্ত্রীর কারণে ভোলায় আঞ্চলিক মহাসড়ক হয়েছে -এমপি শাওন - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীর কারণে ভোলায় আঞ্চলিক মহাসড়ক হয়েছে -এমপি শাওন

3:39 pm , September 13, 2022

লালমোহন প্রতিবেদক ॥ শেখ হাসিনার সুদৃষ্টির কারণে ভোলায় ২৪ ফিট থেকে ৩৩ ফিটের আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ চলছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এই সড়ক নির্মাণ কাজ শেষ হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে। তবে সড়কে সকল ধরণের যানবাহনকে নিয়মের মধ্যে আসতে হবে। ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন নিয়ে যানবাহন চালালে দুর্ঘটনা কমে আসবে। সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। মঙ্গলবার বিকেলে লালমোহনে ট্রাফিক জোন দক্ষিণ এর অফিস ও কার্যক্রম উদ্বোধনকালে এমপি শাওন এ কথা বলেন। ভোলা জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। ভোলা জেলার শহর ও যানবাহন (ট্রাফিক) শাখার আয়োজনে লালমোহন ও চরফ্যাশন উপজেলা নিয়ে ট্রাফিক দক্ষিন জোন গঠিত হয়। লালমোহন থানা কম্পাউন্ডে এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে এমপি শাওন আরো বলেন, অতিতের বাংলাদেশ ছিল এনালগ ও অতি দরিদ্রের বাংলাদেশ। আজ সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটালে রূপান্তর করেছেন। যার কারণে এক সময়ের অবহেলিত লালমোহন ও তজমুদ্দিন আজ উন্নয়নের মহাসড়কে। শান্তি শৃঙ্খলার কারণে লালমোহনে ভবিষ্যতে হাইওয়ে থানা স্থাপনের পরিকল্পনা আছে বলে এমপি শাওন জানান। এসময় আরো বক্তব্য রাখেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, ভোলা জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আকতার হোসেন হাওলাদার, লালমোহন প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, ট্রাফিক পরিদর্শক আব্দুল গণি প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT