হিজলায় ৬ শ’ শিক্ষকের দুই মাসের বেতন নিয়ে এনজিও উধাও হিজলায় ৬ শ’ শিক্ষকের দুই মাসের বেতন নিয়ে এনজিও উধাও - ajkerparibartan.com
হিজলায় ৬ শ’ শিক্ষকের দুই মাসের বেতন নিয়ে এনজিও উধাও

3:52 pm , September 12, 2022

হিজলা প্রতিবেদক ॥ হিজলায় ৬’শ শিক্ষকের বেতন না দিয়ে একটি এনজিও’র লাপাত্তা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের আওতায় এই শিক্ষকরা চন্দ্রদীপ নামক একটি এনজিও’র অধীনে কাজ করতে ছিলো। ৬ মাসের প্রজেক্ট শেষ হয়েছে জুন মাসে। কিন্তু শেষ ২ মাসের বেতন না দিয়েই এনজিওটি লাপাত্তা হয়েছে। ২৪’শ টাকা মাসিক বেতন হিসাবে ৬’শ শিক্ষকের ২৯ লাখ টাকা আতœসাতের অভিযোগ উঠেছে ওই এনজিওটির বিরুদ্ধে। জানা গেছে গত ৮ ডিসেম্বর উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চন্দ্রদ্বীপ নামক একটি এনজিও মাধ্যমে তিন’শ কেন্দ্রে ৬ শত শিক্ষকের নিয়োগ দেয়া হয়। এর মধ্যে তিনশত পুরুষ ও তিনশত মহিলা। ছয় মাসের এই প্রকল্পের মেয়াদ জুনে শেষ হয়েছে। মাসিক সম্মানি ভাতা ২৪ শত টাকা করে। শিক্ষকদের দাবি দীর্ঘ ছয় মাস শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান দিয়েছে। কিন্তু ২ মাসের বেতন পাননি তারা। দুর্গাপুর ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শিক্ষক নজরুল ইসলাম ও সোহাগ জানায় চন্দ্রদ্বীপ নামক একটি এনজিওর মাধ্যমে আমরা শিক্ষকতা করেছি। ছয় মাসের এই প্রকল্প শেষ হয়েছে। আমরা চার মাসের বেতন পেয়েছি দুই মাসের বেতন না দিয়েই এনজিওর লোকজন চলে গেছে এখন ফোন করেও তাদেরকে পাওয়া যায় না। মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার শফিক আহমেদ বলেন অডিট করে কিছু কেন্দ্রের শিক্ষকদের অনুপস্থিতির একটি প্রতিবেদন দেয়ায় বেতনের জটিলতা দেখা দিয়েছে খুব শীঘ্রই জটিলতা কেটে যাবে এবং শিক্ষকরা তাদের প্রাপ্য সম্মানী পাবে। চন্দ্রদ্বীপ এনজিওর নির্বাহী পরিচালক সপ্না এ বিষয় মোবাইল ফোনে কথা বলতে অস্বীকৃতি জানান। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ বলেন অনেক কেন্দ্রে শিক্ষকরা নিয়মিত ক্লাস না করেনি এমন একটি অভিযোগ বরিশাল সহকারী পরিচালকের কার্যালয় পেয়েছে। যে কারনে সামযয়িকভাবে সম্মানী ভাতা স্থগিত রয়েছে। পুনরায় তদন্ত সাপেক্ষে সম্মানী ভাতা দেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT