3:51 pm , September 12, 2022
ঝালকাঠি প্রতিবেদক ॥ “ঝালকাঠিকে একটি মডেল জেলায় আমরা পরিণত করবো। রাস্তাঘাট উন্নয়ন ও সরকারী বরাদ্দ বৃদ্ধি করে উন্নয়নের চেষ্টা করা হবে। ঝালকাঠির উন্নয়নের জন্যে বহু পরিকল্পনা গ্রহন করা হয়েছে এবং চেস্টা অব্যাহত রয়েছে।সকলকে শিল্পায়নের দিকে মনোযোগী হতে হবে। বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছাতার নীচে থেকে উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে। প্রধান মন্ত্রী দেশের উন্নয়নের জন্যে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দলকে শ্রম ও মেধা দিয়ে ধরে রাখছেন। দলের জন্যে তাঁর অনেক ত্যাগ রয়েছে। তাই দল তাকে মূল্যায়ন করে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছে। দলীয়ভাবে যাকে মনোনয়ন দেয়া হবে তার জন্যে সকলে মিলে একযোগে কাজ করতে হবে।এভাবে কাজ করা হলে আগামী ১ বছরের মধ্যে জনগন সুফল পাবে। তবে ঝালকাঠির আওয়ামীলীগ সুসংগঠিত হয়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ঝালকাঠি আওয়ামীলীগের অনেক সুনাম রয়েছে। অন্যান্য জেলার চেয়ে ঝালকাঠি জেলাকে ভিন্নভাবে মূল্যায়ন করা হয়। দলীয় ও ত্যাগী নেতাদের জেলা পরিষদে মনোনয়ন দেয়ার ব্যাপারে অগ্রাধিকার দেয়া হয়েছে।’’ সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঝালকাঠি টাউন হল চত্বরে জেলা আওয়ামীলীগ আয়োজিত আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এড. খান সাইফুল্লাহ পনিরের সমর্থনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এসব কথা বলেন।এতে সভাপতিত্ব করেন জেলা আওযামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি সালাহ উদ্দিন আমেদ সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তরুন কর্মকার, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ,
ঝালকাঠি বার সমিতির পিপি আ: মান্নান রসুল, সদর থানার সভাপতি আ: রশিদ, সাধারণ স¤ úাদক মো: হাফিজ আল মাহমুদ প্রমুখ।