ফোরলেন হচ্ছে বরিশালে চলছে উচ্ছেদ অভিযান ফোরলেন হচ্ছে বরিশালে চলছে উচ্ছেদ অভিযান - ajkerparibartan.com
ফোরলেন হচ্ছে বরিশালে চলছে উচ্ছেদ অভিযান

3:48 pm , September 12, 2022

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ খুব শীঘ্রই ফোরলেনে উন্নীত হতে যাচ্ছে বরিশাল-কুয়াকাটা সড়ক। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কে চারগুণ চাপ বেড়েছে। ফলে এ অংশের সড়ক দুই লেন হওয়ার কারণে দুর্ঘটনার সংখ্যাও দ্বিগুণ হারে বেড়েছে। দুর্ঘটনা ঠেকাতে ও বাইপাস সড়ক হিসেবে ব্যবহারের জন্য নগরীর অভ্যন্তরীন প্রধান সড়কে ফোরলেন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় সড়ক ও জনপথের জায়গা পুনরুদ্ধার করতে নগরীর সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দপদপিয়া পুরাতন ফেরীঘাট পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে এ অভিযানে নেতৃত্ব দেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান ও সড়ক ও জনপথের উপ বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান। এসময় পুলিশ, র‌্যাব সদস্যদের সহায়তায় সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দপদপিয়া পুরাতন ফেরীঘাট পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট, কারখানা ভেঙে দেয়া হয়েছে। উচ্ছেদ করা হয়েছে রূপাতলী বাসস্ট্যান্ড মোড়ের ফলপট্টিসহ সব চায়ের দোকান ও খাবারের হোটেল। যদিও এ সময় ক্যামেরা ও সাংবাদিক দেখে অভিযোগ জানাতে ছুটে আসেন বেশ কিছু ব্যবসায়ী। তাদের দাবী, ২০২৩ সাল পর্যন্ত তারা ভাড়া নিয়েছেন এ জমি। জেলা প্রশাসন থেকে ডিসিআরও করা আছে। বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে তারা ব্যবসা করছেন, এখন তাদের কি হবে? তাদের কথা শোনার কেউ নেই।
ব্যবসায়ীদের অভিযোগের ব্যাপারে সড়ক ও জনপথের উপ সহকারী প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, তাদের আগাম নোটিশ পাঠিয়ে তারপর মাইকিং করে জানিয়েছি। শুক্রবার সারাদিন ওইসব এলাকায় মাইকিং হয়েছে।
সওজের উপ বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান বলেন, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু করে দপদপিয়া পুরাতন ফেরীঘাট পর্যন্ত সড়ক প্রশস্ত করার জন্য রাস্তার দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া ফোরলেনের কাজও দ্রুত শুরু হয়ে যাবে। তখন বাইপাস সড়ক হিসেবে দপদপিয়া পুরাতন ফেরীঘাটের এই সড়কটি যাতে সহজেই ব্যবহার করা যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। তাছাড়া এই উচ্ছেদ অভিযান আমাদের নিয়মিত কাজেরও অংশ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান বলেন, পদ্মা সেতুর কারণে বরিশালের সড়কে এখন অনেক বেশি চাপ বেড়েছে। পরপর বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। তাই বরিশালের এই অংশে ফোরলেনের কাজ শুরু করতে চাই আমরা। এজন্য উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। আশা করি এতে দুর্ঘটনার সংখ্যা কিছুটা হলেও কমবে। এ কাজে বরিশাল ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ আমাদের সাথে থেকে সহযোগীতা করছেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT