আগামীকাল থেকে নগরীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি আগামীকাল থেকে নগরীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি - ajkerparibartan.com
আগামীকাল থেকে নগরীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি

4:02 pm , September 10, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ কাল থেকে নগরীতে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিতরন কার্যক্রম। এর আগে আজ ডিলারদের মধ্যে পণ্য বিতরণ করবে টিসিবি কর্তৃপক্ষ। পণ্য হিসাবে যথারীতি থাকছে সয়াবির তেল, মশুর ডাল এবং চিনি। তবে এই তিন পণ্যের সাথে যুক্ত হতে পারে পেঁয়াজ। তবে সেটা এখনো নিশ্চিত নয় বরিশাল টিসিবি কর্তৃপক্ষ। ঢাকা টিসিবি থেকে অবশ্য জানানো হয়েছে এবার পেঁয়াজসহ চারটি পণ্য সোমবার থেকে বিক্রি করবে টিসিবি। বরিশাল টিসিবির আঞ্চলিক প্রধান মো. আল আমিন বলেন, বরিশালে অলরেডি ফ্যামিলি কার্ডে বিক্রি করার জন্য ৩ টি পণ্য এসে পৌঁছেছে। রবিবার সকালে নগরীর ৪৮ জন ডিলারের কাছে তা সরবরাহ করবো। তারপর ডিলাররা পরের দিন সোমবার থেকে গ্রাহক পর্যায়ে বিক্রি শুরু করবে। যদি ডিলাররা সামর্থ্য হন তাহলে কাল রবিবার থেকেও শুরু করতে পারবেন। তিনি বলেন, পেঁয়াজ এই ধাপে দেওয়া হবে না। কারন তিন পণ্যের সাথে পেঁয়াজ আসেনি। ঢাকায় দিচ্ছে কিনা তা আমার জানা নেই। তবে সাপ্লাই হলে যে কোন সময় পেঁয়াজ যুক্ত হতে পারে। এদিকে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে একজন ক্রেতা ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি ডাল, ১১০ টাকা দরে দুই লিটার তেল ও ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT