জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন মর্তুজা আবেদিন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন মর্তুজা আবেদিন - ajkerparibartan.com
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন মর্তুজা আবেদিন

3:53 pm , September 10, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাউন্সিলর একেএম মর্তুজা আবেদীন। এর আগে তিনি বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত রয়েছেন। কখনো তিনি দলচ্যুত হননি। রাজনীতির মাঠে অনেক জেল জুলুমের শিকার হয়েছেন এই নেতা। একেএম মর্তুজা আবেদীন একজন সৎ এবং আদর্শবান রাজনীতিবিদ। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড থেকে পর পর ৫ বার নির্বাচিত কাউন্সিলর। শুধু তাই নয় এ পর্যন্ত ৩০টি ওয়ার্ডে যতজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তার চেয়ে বেশি ভোটে কেউ জয়ী হতে পারেনি। এর আগে মর্তুজা আবেদীন এর আগে মহানগর জাতীয় পার্টির সভাপতি ছিলেন। এছাড়া দীর্ঘ বছর ধরে বরিশাল জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মুরতজা আবেদিন জাতীয় পার্টির তৃনমূল থেকে উঠে আসা পরীক্ষিত এরশাদ সৈনিক। ১৯৮৬ সাল থেকে জাতীয় শ্রমিক পার্টির জেলার সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির জেলা জাতীয় পার্টির শ্রম ও শিক্ষা বিষয়ক সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। মর্তুজা আবেদীন বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ এর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি,এম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টিকে আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে আমি আমার দায়িত্ব ও কর্তব্য শতভাগ পালন করে যাবো। তাকে পদোন্নতি দিয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা জি,এম কাদের এমপি, জাতীয় পার্টি কো- চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবি এম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT