বরিশালে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন? বরিশালে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন? - ajkerparibartan.com
বরিশালে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন?

3:56 pm , September 9, 2022

জেলা পরিষদ নির্বাচন: মনোনয়ন বোর্ডের সভা আজ

পরিবর্তন ডেস্ক ॥ জেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যস্ত সময় পার করছেন বরিশালের সম্ভাব্য প্রার্থীরা। তবে মনোনয়ন প্রত্যাশীদের এখন পর্যন্ত ভোটারদের কাছে ছুটতে দেখা যায়নি। প্রায় সব প্রার্থীর ব্যস্ততা এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পেছনে। তফসিল ঘোষণার পরপরই আলোচনা শুরু হয়েছে। কে পাবেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আর কে হচ্ছেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান। তবে এ নির্বাচনে বিএনপিসহ অন্য কোনো দলের তৎপরতা নেই বরিশালে। মনোনয়নপ্রত্যাশীদের বেশ কয়েকজনের ভাষ্য: নির্বাচনে যেসব জনপ্রতিনিধি ভোটার, তাদের প্রায় সবাই আওয়ামী লীগের লোকজন। যার কারণে দলীয় সমর্থন পেলে এবং বিদ্রোহী প্রার্থী না থাকলে চেয়ারম্যান হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এ জন্য দলের মনোনয়ন পাওয়াটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। এরই মধ্যে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বরিশালের ছয় প্রার্থী। তারা হলেন: জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. মঈদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিএম কলেজের সাবেক ভিপি মো. আনোয়ার হোসেন, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিছুর রহমান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিতে ৪ সেপ্টেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর বলেন, ‘ফরম জমা দিয়েছি। শনিবার নমিনেশন বোর্ডের মিটিং। দল যদি আমাকে মনোনয়ন দেয়, নির্বাচন করব। না দিলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব।’জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু বলেন, ‘আমি ১৯৬২ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করি।আমি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে অংশগ্রহণ করি। যার কারণে আট মাস বরিশাল কারাগারে ছিলাম। এ ছাড়া ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর ১৫ আগস্ট নগরীতে মিছিল বের করি এবং ৩৪ মাস বরিশালে কারাগারে আটক ছিলাম। আমি জাতির পিতার আদর্শে নিজেকে বিলিয়ে দিয়েছি। আমি মনে করি, আমি এ পদের যোগ্য এবং নেত্রী অবশ্যই আমার যোগ্যতা মূল্যায়ন করবেন।’জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক মইদুল ইসলাম বলেন, ফরম জমা দিয়েছি। দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করব।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, জেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান ছাড়াও ১০ উপজেলায় সাধারণ সদস্য পদে ১০জন এবং সংরক্ষিত সদস্য পদে ৪ প্রার্থী নির্বাচিত হবেন। মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে মোট এবার বরিশাল জেলায় মোট ভোটার ১ হাজার ২শ’ ৯১ জন।প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT