4:01 pm , September 7, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বাসের নিচে চাপা পড়েছে পুলিশের মোটর সাইকেল। ভয়ারবহ এ দুর্ঘটনায় রক্ষা পেয়েছেন পুলিশ কনষ্টেবল। বুধবার সকালে নগরীর কাশিপুর সুরভী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত কনষ্টেবল জাকির হোসেনকে পুলিশ হাসপাতাল বরিশালে ভর্তি করা হয়েছে। সে বিভাগীয় কমিশনার কার্যালয় কর্মরত রয়েছেন। মঠবাড়িয়া উপজেলার কুমীরমারা গ্রামের আফজাল হোসেনের ছেলে জাকির।
জানা গেছে, কনস্টেবল বাসের পিছন দিক থেকে বাম পাশ দিয়ে ওভারটেক করতে যায়। বাস টি রাস্তার বাম পাশে সাইট করতে গেলে দুর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল ক্ষতিগ্রস্থ হলেও কনষ্টেবল গুরুতর আহত হয়নি।