স্বরূপকাঠি পূজা উদযাপন পরিষদের স্বরূপকাঠি পূজা উদযাপন পরিষদের - ajkerparibartan.com
স্বরূপকাঠি পূজা উদযাপন পরিষদের

3:56 pm , September 4, 2022

সভাপতি শশাঙ্ক সাধারণ-সম্পাদক সৌরভ

স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠিতে শনিবার স্থানীয় ইন্দুরহাটস্থ কালিবাড়ি রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দির চত্বরে উপজেলা পূূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সন্ধ্যায় শশাঙ্ক রঞ্জন সমদ্দারকে সভাপতি ও ডা. সৌরভ সূতারকে সাধারণ সম্পাদক করে উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুখ রঞ্জন বেপারী, প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দোলা গুহ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাপস বরণ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন, হিন্দু কল্যান ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি বিপুল বিহারী হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার ও মিরন কর্মকার প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT