3:46 pm , September 4, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশালের চেয়ারম্যান এ্যাড. সৈয়দা আরজুমান বানু নার্গিস দম্পতির একমাত্র প্রয়াতপুত্র সায়াম উর রহমান সায়ামের ১১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল (৬ সেপ্টেম্বর) মঙ্গলবার।
সায়ামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে বাদ আছর মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়-স্বজন, দলীয় নেতা-কর্মী, শুভাকাঙ্খী ও প্রতিবেশীদের দোয়া-মাহফিলে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে সবিনয় আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডুলাহাজারা সাফারি পার্কের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সায়াম। মৃত্যুকালে তিনি পিতা এ্যাড. জাহাঙ্গীর কবির নানক ও মাতা এ্যাড. সৈয়দা আরজুমান বানু নার্গিস, বোন এস.আমরিন রাখি, স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।