3:22 pm , September 3, 2022
কুয়াকাটা প্রতিবেদক ॥ কুয়াকাটার পাঞ্জুপাড়া থেকে ৩০২ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ১ টার দিকে মহিপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালত হয়। পুলিশের সূত্র মতে, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া সাইফুল ইসলামের বাসা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ৭ মাদক মামলার আসামী মোঃ আরিফ হাওলাদার (৩২) ও মোঃ আসাব ঘরামীকে (৪০) ৩০২ পিস ইয়াবা সহ আটক করা হয়। মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত আসামিদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার রয়েছে মহিপুর থানা পুলিশ এবং মহিপুর থানা এলাকাকে মাদক মুক্ত রাখতে কাজ করে যাচ্ছে মহিপুর পুলিশ।