বরিশালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বরিশালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - ajkerparibartan.com
বরিশালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

3:47 pm , September 1, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে পৃথকভাবে দলের ৪৪তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করেছে বিএনপি মহানগর, উত্তর ও দক্ষিন জেলা। বৃহস্পতিবার প্রথমে মহানগর বিএনপির উদ্যোগে র‌্যালী বের করা হয়। সকাল ১০ টায় নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হওয়া র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুর স্থলে এসে শেষ হয় । র‌্যালীতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক ও বিসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, হাবিবুর রহমান টিপু, বিএনপি নেতা অধ্যক্ষ আবদুর রশিদ খান, মহানগর মহিলা দল সভাপতি ফারহানা তিথি, সাধারন সম্পাদক পাপিয়া পারভীন, মহানগর শ্রমিকদলের আহবায়ক ফয়েজ আহমেদ খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. মাজাহারুল ইসলাম জাহান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচএম তসলিম উদ্দীন প্রমুখ। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। অপরদিকে সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে উত্তর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ। আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান মুক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, আব্দুস ছত্তার খান, আব্দুর রব খান, সাহাবুদ্দীন লাল্টু, এ্যাড.তরিকুল ইসলাম দিপু, শরীফা নাসরিন প্রমুখ।
বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে র‌্যালী বের করা হয়। র‌্যালী পূর্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মুজিবুর রহমান নান্টু। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, দক্ষিন জেলার সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুল, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম শাহীন। সমাবেশে জেলা বিএনপি সদস্য মাসুম হাসান, এ্যাড. সাদেকুর রহমান লিংকন, এ্যাড. নাজিম উদ্দীন আহমেদ পান্না, সফিকুল ইসলাম মিলন, জেলা শ্রমিক দলের নেতা এমজি ফারুক, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন। র‌্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT