নগরী থেকে পলিথিন উদ্ধার ও ২৫ হাজার টাকা জরিমানা নগরী থেকে পলিথিন উদ্ধার ও ২৫ হাজার টাকা জরিমানা - ajkerparibartan.com
নগরী থেকে পলিথিন উদ্ধার ও ২৫ হাজার টাকা জরিমানা

3:57 pm , August 31, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে অবৈধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার নগরীর বাজার রোডে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩ টি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৮’শ কেজি পলিথিন উদ্ধার করা হয়। অভিযানে খান ব্রাদার্স থেকে ১৫ কেজি, মেসার্স মীর স্টোর থেকে ২০ কেজি, লক্ষ্মী স্টোর থেকে ২৫০ কেজি এবং আয়শা স্টোর থেকে ৪০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এসব দোকান মালিককে পলিথিন বিক্রি ও মজুদের অপরাধে যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আয়শা স্টোরের মালিক পালিয়ে যাওয়ায় তাকে জরিমানা করা সম্ভব হয়নি।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাজার রোডের ৪ টি দোকানে অভিযান পরিচালনা করা হয়। চারটি দোকান থেকে আনুমানিক ৮’শ কেজি পলিথিন উদ্ধার করা হয় এবং একটি দোকানের মালিক পালিয়ে যাওয়ায় ৩ দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাহিদুর রহমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT