বরিশালে ৬ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা বরিশালে ৬ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা - ajkerparibartan.com
বরিশালে ৬ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

3:30 pm , August 30, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্য সার বিক্রি ও বস্তায় ওজনে কারচুপি করার অপরাধে বরিশালে সার বিক্রয়ের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে এমআরপি না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করায় তিন ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উজিরপুর উপজেলার ইচলাদি ও শিকারপুর বন্দর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া, ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লাসহ ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া জানান, অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এরমধ্যে সরকার নির্ধারিত দাম থেকে বেশি দামে সার বিক্রি ও সারের বস্তায় ওজনে কারচুপি করায় মেসার্স আলী এন্টার প্রাইজকে ৮০ হাজার টাকা, নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করায় রিপন এন্টার প্রাইজকে ১৫ হাজার টাকা ও শাহিন ট্রেডার্সকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় আজিজ স্টোরকে ২ হাজার টাকা, মূল্য তালিকা এবং পণ্যের মোড়কে এমআরপি না থাকায় সিফাত স্টোরকে ৩ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় সেলিম ভ্যারাইটিজ স্টোরকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান এই কর্মকর্তা। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT