3:57 pm , August 28, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ ১৫ই আগষ্ট শোক দিবস উপলক্ষে পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (পিজিসিবি ডিপ্রকৌস) বরিশাল শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা হয়েছে। এসময় নতুন উপ-সহকারী প্রকৌশলীদের বরন, সদ্য অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা ও সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় নির্বাহী প্রকৌশলীর দপ্তর সেমিনার রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বরিশাল শাখার সভাপতি মুহাম্মদ মশিউর রহমান। সাধারণ সম্পাদক মোঃ জিকো হোসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন, পিজিসিবি, জিএম ডি বরিশাল দপ্তরের নির্বাহী প্রকৌশলী আক্তারউজ্জামান পলাশ এবং পিজিসিবি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি বরিশাল অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম শাহজালাল। আরও উপস্থিত ছিলেন পিজিসিবি কেন্দীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আঃ রশিদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন চৌধুরী,চাকুরী বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ আলী, ঢাকা মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক হাসান আল রাজীব।